Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবাকুঞ্জ


১৯৬১ সনের ১৬ অক্টোবর তারিখে ৩৭নং অধ্যাদেশ বলে ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে, যা বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নামে পরিচিত।

কৃষি মন্ত্রনালয়ের অধীনন্থ সংস্থা হিসাবে বিএডিসি কৃষি উপকরণ ও প্রযুক্তিসমূহ কৃষকদের মাঝে সরবরাহ করেন এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা ও জনগণের খাদ্য নিরাপত্ত অর্জনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। এ অঙ্গীকার বাস্তবায়নে বিএডিসি’র প্রশাসন উইং, অর্থ উইং, বীজ ও উদ্যান উইং, ক্ষুদ্র সেচ উইং এবং সার ব্যবস্থাপনা উইং একযোগে কাজ করে যাচ্ছে।

 সেবাসমূহ/কার্যাবলীঃ


১.    বিএডিসি’র বীজ ডিলার হিসেবে নিবন্ধন প্রদান।

প্রতি ইউনিয়নে কমপক্ষে ১ (এক) জন করে উপজেলা ভিত্তিক ডিলার সংখ্যা হবে সর্বোচ্চ ২৫ (পঁচিশ) জন    

ক) নির্ধারিত ফর্মে আবেদন প্রাপ্তি।
খ) আবেদন যাচাই বাছাই।
গ) কমিটির সুপারিশ।
ঘ) লাইসেন্স প্রদান    

১. আবেদনপত্রের ফরম ক্রয়ের রসিদ/ক্যাশমেমো।
২. পাসপোর্ট সাইজের সত্যায়িত তিন কপি ছবি
৩. হালনাগাদ ট্রেড লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
৪. আর্থিক স্ব”ছলতার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
৫. বীজ সংরক্ষণাগার/দোকান/বিক্রয় কেন্দ্রের মালিকানার প্রমাণপত্র/ভাড়ার চুক্তিনামা।
৬. নাগরিকত্ব সনদপত্র (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা/সিটি করপোরেশনের কমিশনার কর্তৃক প্রদত্ত।
৭. যৌথ ব্যবসা প্রষ্ঠিানের ক্ষেত্রে ব্যবসার চুক্তিপত্র এবং চড়বিৎ ড়ভ অঃঃড়ৎহবু সার্টিফিকেট।
৮. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৯. কৃষি মন্ত্রণালয়ের হালনাগাদ বীজ ডিলার লাইসেন্সর সত্যায়িত ফটোকপি।
১০. বীজ ডিলার নিয়োগের আবেদন ফরমে ডিলার কর্তৃক প্রদত্ত কোন তথ্য/কাগজপত্র কোন প্রকার গরমিল প্রমাণিত হতে ডিলার নিজেই দায়ী থাকবেন এবং ভুল তথ্য পরিবেশনের কারণে সঙ্গে সঙ্গে তাঁর লাইসেন্স বাতিল করা হবে।    ক) আবেদন ফরম মূল্য- ২০০/- টাকা
খ) লাইসেন্স ফি- ৫০০০/- টাকা    ১৫ (পনের)
কার্যদিবস    উপ পরিচালক (বীজ বিপণন)
বিএডিসি, ময়মনিসংহ।
টেলিফোন- ০৯১-৬৭০৬৫
ই-মেইলঃ ddsmbadcmymensingh@gmail.com

২.    কৃষক পর্যায়ে বীজ বিক্রয়    সরাসরি উপজেলা বী বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ( মুক্তাগাছা, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর)    -    সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ক্যাশ মোমোর মাধ্যমে।    তাৎক্ষণিক    সংশ্নিষ্ট উপজেলা বীজ বিক্রয় কেন্দ্রের উপ সহকারী পরিচালক/গুদাম রক্ষক।
৩.    ডিলার পর্যায়ে বীজ বিতরণ    

ক) চাহিদাপত্র প্রাপ্তি
খ) আদেশ জারী

গ) বীজের চাহিদা পত্র।
ঘ) বীজ ডিলার লাইসেন্সের কপি।

 
৪.সরকারী/বেসরকারী সং¯’ায় বীজ সরবরাহ    

ক) প্রস্তাব প্রাপ্তি
খ) বরাদ্দপত্র জারী ও বীজ সরবরাহ  মোতাবেক  বীজের চাহিদা উল্লেখপূর্বক আবেদনপত্র। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ক্যাশ মোমোর মাধ্যমে চলতি মৌসুমে বীজ বিক্রয়।